নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টারঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ির কিশামত শেরপুর গ্রামে করোনা পরিস্হিতিতে ভিন্নরকম এক ভালোবাসার উপহার বিতরণ করেছেন যমুনা টিভির মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার মির্জা হাসান আহমেদ ও তাঁর পরিবার।
রোববার দুপুরে একটি খাসি জবেহ করে সেই গোশত আশেপাশের দু:স্থ্য মানুষের মাঝে উপহার হিসেবে বিতরণ করেন মির্জা হাসানের পিতা হাজি মোহাম্মদ সাহাব উদ্দিন।
রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের কিসামত শেরপুর গ্রামের কৃতি সন্তান হাসান আহমেদ মির্জা করোনাকালে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি কর্মহীন ও দু:স্থ্য মানুষজনকে খাবার বিতরন করেন। খাসির গোস্তো ও খাদ্য সামগ্রীর মর্ধ্যে ছিলো, সয়াবিন তেল, আলু, পিয়াজ, চাল, ডাল ছাড়াও নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করেছেন তিনি।
গোশত বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম ও নিয়ন।
গোশত উপহার হিসেবে পেয়ে ফাতেমা বেগম নামের এক নারী জানালেন, “কত দিন থাকি গোস্ত খাইনাই মনে নাই, হাজির ব্যাটা ডাকেয়া একনা গোস্তের টোপলা দিল বাহে। দিলটা মোর ভরি গেইল। ওমার য্যান আল্লায় ভাল করে।” এ বিষয়ে মির্জা হাসান আহমেদ জানান, আমরা চাই সবাই একসাথে বাঁচি। সেকারণে এই উদ্যোগ। তিনি সবাইকে পাশের বাড়ির খোঁজ রাখার অনুরোধ জানান।