গিয়াস উদ্দিন(পটিয়া, চট্টগ্রাম)
ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার মো. কুতুব উদ্দিন চৌধুরী মিন্টু’র (৩৮) মরদেহ দীর্ঘ একমাস পর তার গ্রামের বাড়িতে আনা হয়েছে । গতকাল রাত দুইটার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশে আসে। সেখান হতে তার পরিবারের লোকজন একটি এম্বুলেন্সে করে গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লপাড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে আনা হলে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। সবার আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। তিনি উপজেলার আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মল্লাপাড়ার মৃত কামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
আজ সোমবার দুপুর বারোটার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। মৃত্যুকালে সে স্ত্রী দুই মেয়ে ও এক ছেল সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত (২ এপ্রিল) ওমানের সময় বিকাল ৫টার দিকে অফিস থেকে বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে বাসায় ফেরার পথে পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান কুতুব ।