মোঃসাইফুল্লাহ : মাগুরায় করোনার কারনে ক্ষতিগ্রস্থ ৫শ মানুষের মাঝে ৪মে সোমবার জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিরতণ করা হয়েছে।
মাগুরা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু পংকজ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড, সাইফুজ্জামান শিখর। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ এসব মানুষের মাঝে ত্রানসামগ্রী তুলে দেয়া হয়। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্টের কর্মকর্তারা।