মাহবুবুর রহমান : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী মো.ফয়সল আহমেদ ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান’র উপস্থিতিতে চলমান করোনা সংকটে শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মানুষের জনসমাগম করে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অপরদিকে, উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক দূরত্ব ভঙ্গ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (৩ মে) সন্ধ্যার দিকে বসুরহাট পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব ভঙ্গ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মুসল্লিদের দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়। কিন্তু ওই ঘটনার দুই দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক দূরত্ব না মেনে ইফতার মাহফিলে শতাধিক মানুষের সাথে অংশ গ্রহণ করায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ইফতার মাহফিলে উপস্থিত একাধিক স্থানীয় সাংবাদিক জানান, ইফতার মাহফিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ছবি তোলার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ’র ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইফতার মাহফিলে আমি অতিথি ছিলাম । আয়োজক ছিল বসুরহাট পৌরসভার মেয়ার আবদুল কাদের মির্জা। আপনারা তার সাথে কথা বলেন।