গিয়াস উদ্দিন(পটিয়া, চট্টগ্রাম) :
“গড়বো পটিয়া সবাই মিলিয়া” এই স্লোগানকে বুকে ধারন করে পটিয়ার সংগ্রামী ত্যাগি আ’লীগ নেতা চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীনের এর নির্দেশে পটিয়ায় কৃষকদের ধান কেঁটে বাড়ী পৌঁছে দিচ্ছে,পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রোবেল এর নেতৃত্বে একদল ছাত্রলীগের কর্মি।
সোমবার সকাল থেকে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির এর নির্দেশ ক্রমে কুসুমপুরা ইউনিয়নের কৃষক রফিক এর ৪০ শতক ধান কেঁটে ঘরে পৌঁছে দেন পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল উদ্দিন এর নেতৃত্বে জানে আলম, জিসান, জিল্লু, শাহাজান, তানভির, বেলাল, রফিক, মুন্না সহ আরো অনেকে।
উল্লেখ্য দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কষ্টে থাকা পটিয়ার গরীব দুঃখী অসহায় কেটে খাওয়া মানুষদের ত্রান সামগ্রি, ইফতার সামগ্রী নগদ অর্থ সহ গনমাধ্যম কর্মী ও স্বাস্থ কর্মীদের জন্য পিপিই প্রধান করে।
সবার পাশে থেকে মানবিক নেতা হিসেবে তিনি সকল মানুষের কাছে এখন জনপ্রিয় একজন ব্যাক্তি হিসেবে গড়ে উটেছে।