মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
গতকাল সোমবার স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন যে তিনি করোনা পজেটিভ।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি মণি লাল আইচ লিটু গণমাধ্যমকে এ তথ্য জানান।
সপ্তাহ দুই আগে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও আজ নতুন করে মুনতাসীর মামুনের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকেরা বলছেন, অনেক সময় পরীক্ষার ফল পুরোপুরি সঠিক আসে না। তাঁরা ধারণা করছেন মুনতাসীর মামুনের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।
মুনতাসীর মামুনের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। শুরুতে তাঁর মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মুনতাসীর মামুনই তাঁর দেখাশোনা করছিলেন।
মুনতাসীর মামুনের জামাতা ব্যারিস্টার এ কে রাশেদুল হক বলেন, গত মাসের তৃতীয় সপ্তাহে তিনি (মুনতাসীর মামুন) নিজেই পরীক্ষা করান। তখন নেগেটিভ আসে। তারপরও তিনি আইসোলেশনে ছিলেন। গত শনিবার তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়।