1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় দিনমজুরের সম্পত্তি জবর দখল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

শরণখোলায় দিনমজুরের সম্পত্তি জবর দখল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৭৩ বার

নইন আবু নাঈমঃ
বাগেহাটের শরণখোলায় নার্সারী করার কথা বলে সম্পত্তি ভাড়া নিয়ে তা এখন জবর দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উক্ত পৈত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য এখন প্রশাসনের দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এক দিনমজুর পরিবার।
উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা দিনমজুর নুর মোহম্মদ হাওলাদারের স্ত্রী পারুল বেগম(৫৬) অভিযোগ করে বলেন, উত্তারাধিকার সুত্রে প্রাপ্ত আমার পিতার ভোগ দখলীয় ৮নং খাদা মৌজার এস.এ ১৪৯, ১৫০ খতিয়ানের ১৭৬৫নং দাগের যাহার বি.আর.এস ৩৭৩০ ও ৩৭১১নং দাগের ০.১১ একর সম্পত্তির মধ্য হইতে ০.০৪৬০ একর ও আমার মাতার ফরায়েজ সুত্রে প্রাপ্ত ০.০০৮৯ একর সম্পত্তি একুনে ০.০৫৪৯ একর সম্পত্তি আমার প্রতিবেশী প্রভাবশালী মোঃ ফজলুল হক হাওলাদার প্রায় ১০বছর পুর্বে বাৎসরিক ৫’শ টাকা হারে নার্সারী করার কথা বলে উক্ত জমি ভাড়া নেয়। বছর শেষে উক্ত সম্পত্তির ভাড়া বাবদ টাকা চাইতে গেলে ফজলুল হক টাকা পয়সা না দিয়া উক্ত জমি তার বলে দাবি করেন। পরে আমরা জমি দখল নিতে গেলে প্রভাবশালী ফজলুল হক আমাদের মারধর করে তাড়িয়ে দেয়। এ বিষয়ে ২০১৮ সালের ২৭ নভেম্বর আমি সম্পত্তি জবর দখলের বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপারকে লিখিত ভাবে অবহিত করলে তিনি বিষয়টি শরনখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম মিমাংসার দায়িত্ব নেন। কিন্তু গত দুই বছরেও উক্ত সম্পত্তি¡ ওই প্রভাবশালীর কবজা থেকে উদ্ধার করা যায়নি। পারুল বেগমের ভাই শাহ আলম বেপারী জানান, আমাদের জমিতে বসত ঘর উত্তোলন করিলেও রাতে ঘুমাতে পারছি না। রাত জেগে ঘর পাহারা দিতে হয় ওই প্রভাবশালীর ভয়ে। যে কোন সময় অঘটন ঘটাতে পারেন তিনি। এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম হাওলাদার সহ একাধিক ব্যক্তি বলেন, পারুল বেগম সহ তার ৭ভাই-বোন ও মা জমি পাবে, তবে ওই সম্পত্তির মধ্যে যে কয়টি দলিল আছে তা নিয়ে বৈঠক দিয়ে জমি পরিমাপ করলেই জমি উদ্ধার হবে। ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ওই সম্পত্তির একাধিক অংশীদার রয়েছে। এক গ্রæপ রাজি হলে আবার অন্য গ্রæপ রাজি হয়না। যার ফলে সম্পত্তি বিরোধের বিষয়টি নিস্পত্তি করা সম্ভব হয়নি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল-সাইদ জানান, পারুল বেগম আমার কাছে কোন অভিযোগ দেয়নি। প্রতিপক্ষ ফজলুল হকের একটি অভিযোগ পাওয়া গেছে, উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তবে, মোঃ ফজলুল হক দাবি করেন, আমি ওই দিন মজুর পরিবারের কোন জমি দখল করি নাই। তাদের ৩জন অংশীদারের ১২শতক সম্পত্তি¡ কবলা রেখেছি। তাও সম্পুর্ন আমার দখলে নেই। অযথা হয়রানি করার উদ্দেশ্যে পারুল আমার বিরুদ্বে বিভিন্ন স্থানে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম