নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় পুলিশ ও হাসপাতালের ব্রাদারসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই ব্রাদার,
রংপুর জেলখানার এক স্টাফ (৩২), পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য,
রংপুর নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ (৪২) ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক পুরুষ (৪৭)।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন,
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।