শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানের হালদা নদী ডিম সংগ্রহকারী ও গহিরা ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বিতান বড়ুয়া (৪৩) হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি রাহুল বড়ুয়াকে ৯ দিন পর গ্রেপ্তার করেছেন পুলিশ। গত ৪ মে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন চৌধুরী মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই টুটুন মজুমদার, এস আই ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ খাগড়াছড়ির কুমিল্লা টিলার একটি পেয়ারা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আসামী রাহুল বড়ুয়ার তথ্য মতে হাটহাজারী উপজেলার মেখল এলাকার খালের পাড়ে মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল হাটহাজারী থানার পুলিশ সহায়তায় উদ্ধার করা হয়। ৫ মে মঙ্গলবার দুপুর ২টার দিকে রাউজান থানায় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম।গ্রেপ্তারকৃত রাহুল বড়ুয়া রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরী ঘোনা এলাকার অনাধি বড়ুয়ার ছেলে। হত্যাকাণ্ডের মামলা ছাড়া ও সন্ত্রাসী রাহুল বড়ুয়ার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।হত্যকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমাণ্ডের আবেদন করা হবে।২৭ এপ্রিল রাউজান থানায় বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া বাদী হয়ে মামলায় প্রতিবেশী মৃত অনাদি বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও ছেনরাম বড়ুয়ার ছেলে উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান বড়ুয়ার নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২জনকে আসামী করা হয়। মামলায় উল্লেখিত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডারে সাথে সরাসরি জড়িত আরেক আসামী উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকেও গ্রেপ্তারের প্রচেষ্টা পুলিশ মাঠে রয়েছে। বিতান বড়ুয়া মাতা চৈতী বড়ুয়া বলেন, আমার ছেলের হত্যাকারীর ফাসীঁ চাই। উল্লেখ্য গত ২৬ এপ্রিল রবিবার বিকেল ৪টায় রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরিঘোনা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।