হবিগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম |
হবিগঞ্জ জেলায় প্রতিদিনই লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (০৫ মে) থানার ওসি সহ নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৮। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ. কে.এম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আক্রান্তদের মধ্যে আবাস রায় নামে চা- শ্রমিকের ৫ বছরের শিশুপুত্রের মৃত্যু ও ১জন সুস্থ্য হয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তের তালিকায় রয়েছেন জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ সহকারী কমিশনার (এসিল্যান্ড), থানার ওসি, ২ ডাক্তার, ১ পেশকার, ৫ পুলিশ, ১ শিশু ও একাধিক স্বাস্থ্যকর্মীসহ সাধারণ নারী-পুরুষ।