নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়ার মংগাপীরিত অবহেলিত তিস্তা নদীর চরান্চলের মানুষসহ গংগাচড়া উপজেলার হত দরীদ্র মর্ধ্যবিত্ত নিম্ন বিত্ত মানুষগুলোর পাশে দারানোর দাবি নিয়ে আব্দুল্লা আল হাদী,লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
তিনি বলেন এই মহা দুর্যোগ থেকে যদি বেচে ফিরি তবে গংগাচড়ার মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ।
গংগাচড়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজটি থমকে আছে।
গংগাচড়া উন্নয়ন পরিষদের অন্যতম দাবি ছিলো থমকে থাকা চাকাকে ঘুরিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর গংগাচড়াতে রূপান্তরিত করা।
আশা করি রূপায়ণের দাবি তে আমরা সবাই একসাথে থাকবো, ইনশাআল্লাহ।
সামাজিক দুরত্ব অনুসরণ করে সাধ্যমতো খাদ্য বিতরণের কাজ চলছে।
আমি প্রতিটা সুযোগকে কাজে লাগাচ্ছি। যখন যেখান থেকে পাচ্ছি সেখান থেকে খাদ্য সংগহের চেষ্ঠা চালাচ্ছি।
কারো কোন খাদ্যের অপর্যাপ্ততা থাকলে বা-না পেলে আমাকে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ।