শাহজালাল শাহেদ, চকরিয়া: নির্ঘুম রাত পার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে চলেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। করোনা পরিস্থিতিতে পৌরবাসীর সেবা যথাযথভাবে নিশ্চিত করতে বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকেও মানবিক সহায়তার তালিকা প্রণয়নের এ কার্যক্রম চলে বলে সূত্রে প্রকাশ। মেয়র আলমগীর চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উপরোল্লেখিত একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ওই পোস্টে উল্লেখ করেন, করোনা প্রতিরোধে সারা বিশ্বের মানুষ গৃহবন্দী। চকরিয়াও এর বাইরে নয়। পৌর এলাকার মানুষগুলোও আজ গৃহবন্দী। রাত ১১টা ৫০ মিনিট অবধি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩৭৬ জনের মানবিক সহায়তার তালিকা প্রণয়ন ও প্রস্তুতি কাজ করছে আমার সাথে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিগণ।