এস এম শাহজালাল,লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জের ধরে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর তছনছ ও লুটপাট করা হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষ লাকসাম থানায় মামলা দায়ের করে৷ পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’পক্ষের দুজনকে গ্রেফতার করে৷
জানা যায়, উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মালিবাউরতলা গ্রামের আবুল হোসেন গং ও আজিজ উল্লাহ গংদের মধ্যে জায়গা দখল নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবত বিরোধ, মামলা চলছে৷
গত শনিবার দুপুরে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মালিবাউরতলা গ্রামে ওই দুই পক্ষ মালিকানা দাবীদার জায়গায় নারকেল গাছ থেকে ডাব পাড়তে যায় আনোয়ার হোসেনের ছেলে জাহেদ হোসেন হৃদয় (২০) এবং জাকির হোসেনের ছেলে সুজন (২২)। এ সময় তাদেরকে বাঁধা দেন আবুল হোসেনসহ পরিবারের সদস্যরা।
ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর জাহেদ হোসেন হৃদয়, সুজন, তার মা নাসিমা বেগম, মৃত আবদুর রহমানের ছেলে আজিজ উল্লাহ, তার ছেলে জাকির হোসেন, স্ত্রী আনোয়ারা বেগম, দিদার হোসেন, নোমান হোসেনসহ ১০/১২ জন দা, ছেনি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আবুল হোসেনের মাথায় ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় দু’পক্ষের সংর্ঘসে ১০ জন আহত হয়৷
পুলিশ দুই মামলায় একজন একজন করে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷
স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন জানান, উভয় পরিবারে জমি সংক্রান্তে আদালত ও থানায় মামলা রয়েছে। বিরোধপূর্ণ জমির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষে নতুন করে সর্ঘষে জরিয়েছে৷
বাকই (দঃ) ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, উভয় পরিবারের জমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য বহুবার শালিস দরবার হয়েছে। আমরা নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার উপ-পরিদর্ষক জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকায় উভয় পক্ষের একজন একজন করে এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে৷