অশোক দাশ সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একদিনেই তিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে পরপর দু’বার করোনা রোগী শনাক্তের রিপোর্ট প্রকাশিত হলে সীতাকুণ্ডে একদিনেই আক্রান্ত তিন শনাক্তের খবর পাওয়া যায়। উপজেলা প্রশাসন ইতিমধ্যে আক্রান্তদের হাসপাতালে প্রেরণ করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
একজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। তিনি(৫০) কুমিরা অবস্থিত পিএইচপি ফ্যাক্টরিতে ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন থাকেন পিএইচপি আবাসিক এলাকায়।
কুমিরায় অবস্থিত পিএইচপি ফ্যাক্টরি লগডাউন করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
অপরজন ছলিমপুর ইউনিয়ের ৬নং ওয়ার্ড এর ডাকওয়াল বাড়ির সালেহ আহমেদ এর পুত্র(৫০)। তিনি তজু আহমেদ সওদাগরের বাড়িতে ভাড়া থাকেন, ০৫ নং ওয়ার্ড, ছলিমপুর, কালুশাহ মাজারের পিছনে। পেশায় একজন সবজি ব্যাবসায়ী,আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৬ পরিবারের ৩৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে একইদিন দুপুরে পৌরসদর ৭নং আমিরাবাদ এলাকায় শনাক্ত ব্যক্তি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ পরিবারের ১২৮ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ জানান, ব্র্যাক কর্মকর্তা আক্রান্ত হওয়ার সংবাদে তিনি নিজেও হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন কারণ ব্র্যাক কর্মকর্তা নিয়মিত উনার সাথে যোগাযোগ করতেন।এ পর্যন্ত সীতাকুণ্ডে মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয় যার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।