শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম (৪৮) বৃহস্পতিবার ৭মে ভোর ৫টার দিকে (বাংলাদেশের সময় সকাল ৭টা) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুর রহিম মেম্বার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডুলাহাজারা পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহিম মেম্বার ২বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মৃত্যুুকালে স্ত্রী, ১ ছেলে ও ২মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহিমের ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক। তিনি এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসাথে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। বিবৃতিতে উপজেলা আমীর মাওলানা মোজাম্মেল হক বলেন, আমরা একজন সফল সমাজসেবককে হারালাম। তিনি সুখে দুঃখে সবার পাশে নিরলসভাবে ছুটে যেতেন। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতবাসী করুক।