মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান)প্রতিনিধি :
বান্দরবানে রুমা উপজেলার সদর এলাকারসহ পাইন্দু ইউনিয়নে মিনঝিড়ি পাড়ারবাসীদের বর্তমান পরিস্থিতির অসহায় ১৫০পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ত্রান সামগ্রী প্রদান করেছেন ফেসবুক প্যাজের মানুষের জন্য আমরা গ্রুপটি। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী দিন দুপুরে ঘরে ঘরে গিয়ে উপহার সরূপ পৌওছে দিয়েছে।
এ বর্তমান পরিস্থিতিতে শুধু সরকার ত্রাণ নয়,বেসরকারি,এনজিও সহ সচেতন নাগরিক সংগঠনগুলো অসহায় হতদরিদ্রদের পাশে এসে দাড়িঁয়েছে।
এ সময় রুমা অগ্রবংশ অনাথালয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ নাইদিয়া ভিক্ষু বলেন, এই মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব লকডাউনে থাকা অসহায় মানুষের পাশে মানুষের জন্য আমরা গ্রুপটি ত্রাণ দেয়া অব্যাহত থাকবে।