সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : করোনা মহামারীর বিস্তার রোধে কারাগারগুলোতে চাপ কমাতে ঠাকুরগাঁও জেলা কারাগারের ১৬কয়েদির সাজা মওকুফ করে দিয়েছে সরকার। ইতোমধ্যে ১৯জনকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আজ শুক্রবার ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৬ মে দুইজন ও পরবর্তীতে আরও একজন আজকে ১৬ জন সহ এ নিয়ে মোট ১৯ জন কারাবন্দির মুক্তি দেওয়া হয়েছে।
কারাগারের এই কর্মকর্তা জানান, সরকার শুধুমাত্র কারাদণ্ড মওকুফ করেছে। তবে জরিমানা মওকুফ নয়। অনেকেরই মামলার রায় ঘোষণার সময় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়ে থাকেন আদালত। যাদের অর্থদণ্ড ছিলো না তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর তিন জনের অর্থদণ্ড পরিশোধ করা নেই বলে তারা যেতে পারছেন না।
এখন ব্যাংক খোলা আছে, বন্দিদের স্বজনরা জরিমানার টাকা জমা দিলেই বাকি ৩জন জনকে ছেড়ে দেয়া হবে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা কারাগারের ধারণ ক্ষমতা ১৬৫ জন । কিন্তু শুক্রবার হাজতি ও কয়েদি মিলিয়ে বন্দির সংখ্যা ১৩ জন মহিলা সহ সেখানে ৩৫৩ জন বন্দি গণনা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।