বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামে এক হাজার মানুষকে রান্না করা খাবার দিয়েছে আমাদের আলোকিত সমাজ নামের একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (০৮ মে) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে একটি অনুুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী
রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
সংগঠনের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট শাহরিয়ার তানিমের সঞ্চালনায় এতে
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মহানগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, সাধারন সম্পাদক কাজী কামাল, ইশতিয়াক চৌধুরী, শামসুল ইসলাম মিঠু, ইখতিয়ার হোসেন রনি, মোহাই মিনুল, রুমি, সাগর মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগেও বহুবার বিশ্বে প্রশংসিত হয়েছে। এবার করোনা মোকাবিলায় ওনার নানা পদক্ষেপে যেমনি আক্রান্তের হার রযেছে সহনীয় পর্যায়ে তেমনি মৃত্যু হারও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। লকডাউন-স্বাস্থ্যসেবায় এবং অভ্যন্তরীণ বিষয়ে গৃহীত পদক্ষেপগুলোতেও তিনি সুনাম অর্জন করেছেন। দূর্যোগকালে যোগ্য নেতৃত্বের পরিচয় মেলে। শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, যখন এ দেশে দূর্যোগ এসেছে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।