কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া থেকে ইয়াবাসহ নুর উদ্দিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
এসময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (৮ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক রোহিঙ্গা যুবক নুর উদ্দিন জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের ২৭ নং ক্যাম্পের বাসিন্দা নুনু মিয়ার ছেলে।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে আটক রোহিঙ্গা যুবকের কাছে থাকা পলিথিনের ব্যাগ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।