1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরব খাদ্যগুদামের কেলেঙ্কারি ঘটনায় নিরহ ১০ শ্রমিক দেড় মাসেরও বেশি দিন ধরে কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার

ভৈরব খাদ্যগুদামের কেলেঙ্কারি ঘটনায় নিরহ ১০ শ্রমিক দেড় মাসেরও বেশি দিন ধরে কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ১৪২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
ভৈরব খাদ্যগুদামে কেলেঙ্কারির ঘটনায় অপরাধীদের সঙ্গে নিরীহ ১০ শ্রমিককেও কারাভোগ করতে হচ্ছে। তারা দেড় মাসেরও বেশি দিন ধরে কারাগারে রয়েছেন। ফলে শ্রমিকদের পরিবারগুলো অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন-যাপন করছেন। ঘটনার দিন ভৈরব খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান ও গুদামের শ্রমিক সরবরাহকারী মো. ফারদুল্লাহকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে ১০ জন শ্রমিকও আটক করা হয়।

গ্রেফতারকৃত শ্রমিকরা হলেন- বরজু মিয়া (৩৫), মো. ফরিদ (৪৯), মো. হোসেন মিয়া (৪০), মো. সোহরাব মিয়া (২৯), মো. মিটন মিয়া (২৮), রউফ মিয়া (২৭), মো. লোকমান মিয়া (৩৩), মো. মন মিয়া (২৮), মো. হান্নান মিয়া (৩৬), তাজুল ইসলাম ( ২২)। তাদের সবার বাড়ি ভৈরবের বিভিন্ন গ্রামে। তাদের আয়ের ওপরই নির্ভর করত সংসারের খরচ। তারা কারাগারে বন্দী থাকায় পরিবারগুলো চরম খাদ্যাভাবে রয়েছে বলে জানিয়েছেন গুদামের শ্রমিক সরদার।

গত ২১ মার্চ খাদ্য অধিদফতরের মহা-পরিচালক সারোয়ার মাহমুদ ভৈরব খাদ্যগুদাম পরিদর্শন করতে গিয়ে দুই ও তিন নম্বর গুদামের মজুত কম সন্দেহে সিলগালা করে দেন। পরদিন ২২ মার্চ খাদ্যগুদামের কর্মকর্তা কামরুল ইসলাম গুদামের সিলগালা খুলে ফেলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১২ জনকে আটক করেন। এদিন রাতেই জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন ১০ শ্রমিকসহ ১২ জনকে আসামী করে ভৈরব থানায় একটি মামলা করেন। এরপর জেলা প্রশাসকের গঠন করা পাঁচ সদস্যের তদন্ত টিম খাদ্যগুদামের ছয়টি গুদামের মজুত মালামাল যাচাই শেষে ৮১ টন চাল ও এক লাখ ৭৭ হাজার নতুন খালি বস্তার মজুত কম দেখতে পান।

উল্লেখিত মালামালের সরকারি মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে অফিস সূত্রে জানা গেছে। ঘটনায় শ্রমিক সরবরাহকারী ফারদুল্লাহর ভাই মো. ওবাইদুল্লাহ দাবি করেন আমার ভাইয়েরও কোনো অপরাধ নেই।

খাদ্য গুদামের শ্রমিক সরদার আবদুস সালাম জানান, ঘটনার দিন ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে শ্রমিকরা গুদামের ভেতরে কাজ করেছে। গুদামটি সিলগালা ছিল কিনা আমরা তা জানিনা। শ্রমিকরা দিন আনে দিন খায়। অপরাধ করলে গুদামের অফিসার করেছেন। আমরা হুকুম দিলে কাজ করি। অথচ এদিন ১০ শ্রমিককে গ্রেফতার করা হয়। তারা ৪৬ দিন ধরে কারাগারে। শ্রমিকদের পরিবারগুলো অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। আমি তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন জানান, ১০ শ্রমিকসহ ১২ জনকে উপজেলা নির্বাহী অফিসার আটক করেছেন বলেই আমি ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার অপরাধে থানায় মামলা করেছি। শ্রমিকদের কোনো অপরাধ আছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি মামলার তদন্তে প্রমাণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, খাদ্য অধিদফতরের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করি। মামলা করেছে খাদ্য বিভাগের কর্মকর্তা। আমি ঘটনার দিন হাতেনাতে সিল ভাঙা গুদামের ভেতরে শ্রমিকদের পেয়েছি। তাই আটক করতে বাধ্য হয়েছি। এখন মামলার তদন্তে শ্রমিকরা অপরাধী না হলে মুক্তি পাবে। বিষয়টি এখন আমার এখতিয়ারে নেই বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম