রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ারের বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।শনিবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইদা হাজী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, বসুরহাট পৌরসভা যুবলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সাজেদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির সীমানার টিনের বেড়া ভেঙ্গে তছনছ করে দিয়েছে । এ সময় অস্ত্রের মুখে গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের এমন মহড়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।অভিযুক্ত সাজেদ অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তিনি কোন ভাবেই ওই সময় ঘটনাস্থলে ছিলেন না।কোম্পানীগঞ্জ থানার অফিসার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।