মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সোহেল মোর্শেদ চৌধুরী (৩৮) নামের এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন দক্ষিণ ফালগুনকরা গ্রামের মৃত গোলাম চৌধুরীর ছেলে। সোহেল দীর্ঘদিন ধরে চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের কাজী বাড়িতে তাঁর ভগ্নিপতি কাজী জাহাঙ্গীরের বাসায় থাকতেন। সোহেলের আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় কোমরের ব্যাথা নিয়ে কুমিল্লা সিডিপ্যাথ হসপিটালে ডা. আবু রশিদের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন সোহেল মোর্শেদ চৌধুরী। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান। গত বৃহস্পতিবার ৭ মে সোহেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে আজ শনিবার তার নমুনা পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান। তিনি আরও জানান, সোহেলের নিজ বাড়ি ও ভগ্নিপতির বাড়িসহ আশ-পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে। তবে সোহেলের কোমরব্যাথা ছাড়া অন্য কোন সমস্যা বা উপসর্গ দেখা যায়নি বলে জানান তার ভগ্নিপতি কাজী জাহাঙ্গীর হোসেন।