লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলা কারাগার হতে আজ শনিবার বিকাল ৫টায় করোনা ভাইরাসের কারনে সাধারণ ক্ষমায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ১১জন কারাবন্দি মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত আসামীরা হলেনন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আবু রাশেদ রিমোন (৩০), নুর আমিন ইসলাম (২৯), আব্দুর রহিম (৩২), সহিদুল ইসলাম (৩৩), রাজিউল হাসান রায়হান (২৮), লাবলু রহমান (৩০), হজরত আলী (৩৪), সহিদুল ইসলাম (২৯), রাহেদ আলী (২৯)। লালমনিরহাট সদর উপজেলার মন্তাজ আলী (৩৪) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মুমিনুল ইসলাম (২৩)।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে জেলাখানায় বন্দি কমাতে এই সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর। সরকারের নেয়া সর্বোচ্চ ১বছরের হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে লালমনিরহাট জেলখানার ২০জন বন্দির নাম সুপারিশে করা হয়েছিল। তার মধ্যে পাটগ্রাম উপজেলার ৯জন, লালমনিরহাট সদর উপজেলার ১জন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ১জনকে সাধারণ ক্ষমা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে জেলা কারাগারে ধারন ক্ষমতা ২শতজনের। কিন্তু সেখানে ৫শত ২২জন কারাবন্দি রয়েছে।
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বিষয়টি নিশ্চিত করেছে। ৩য় ধাপে এই কারাবন্দিরা মুক্তি পেল।