রাসেল মাহমুদ বিশেষ প্রতিনিধিঃ শনিবার সকালে নোয়খালী জেলা মুক্তিযোদ্ধা ভবনে পৌর মেয়র সহিদ উল্যা খান সোহেল ২শতাধিক অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাম্মেল হক মিলন,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল সহ মুক্তিযোদ্ধা কমার্ন্ড কাউন্সেলের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।এ সময় পৌর মেয়র বলেন,মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারণে দেশে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে,কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় আমি পৌর এলাকার এই কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী দিয়ে আসছি,যাতে করে কোন মানুষ অনাহারে থাকতে না হয়।
এই জন্য হট লাইন ও চালু করেছি,যারা আমার সাথে হট লাইনে যোগাযোগ করেছেন আমি তাদের পরিচয় গোপন রেখে আমার লোক দিয়ে খাদ্য সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশের শ্রেষ্ঠ সন্তান অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।