গিয়াস উদ্দিন পটিয়া চট্টগ্রাম:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকা হতে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবকের নাম শফিক আলম (২০)। সে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের বাঁশখাইল্যাঝিরি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এসময় শফিক আলম নামের এক যুবক ১৮০০ ইয়াবা সহ গ্রেপ্তার হন। তার পরনের পেন্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞেসাবাদে মাদক ব্যাবসায়ী জানায় সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দোশ্যে বান্দরবান হতে ইয়াবা নিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।