শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের ডাবুয়া কান্দিপাড়ার মৃত রফিকের ছেলে বাদশা মিয়া। পেশায় সিএনজি অটোরিকশা চালক। কয়েকদিন জ্বরে ভুগছিলেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিয়েছিলেন চিকিৎসা। কিন্তু ওষুধ খাওয়ার পর জ্বর না কমায় করোনা পরীক্ষা করা হয় বাদশার।
রোববার বাদশার করোনা প্রজেটিভ পাওয়া যায় । এরপরেই বাদশার ঘর লকডাউন করে দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
২নং ডাবয়িা ইউনিয়ন পনিরষদের সচিব শওকত হোসেন চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সিএনজি অটোরিকশা চালক বাদশার পরিবারের জন্য ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে ১৫ দিনের খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।