নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় গত ৯ এএপ্রিল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় ফাটল ধরে কয়েক’শ মিটার ভেড়িবাঁধ ভেঙ্গে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ঘটনাস্থলে রাতভর উপস্থিত থেকে সংশ্লিষ্টদের নিয়ে জরুরী ভিত্তিতে রিং বাঁধ দেন। নদী ভাঙ্গনের সংবাদ পেয়ে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভেঙ্গে যাওয়া ভেড়িবাঁধের উপর দাড়িয়ে মোবাইল ফোনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত সকলকে তিনি আশ্বস্ত করে বলেন, শরণখোলার সাউথখালীতে ভেড়িবাঁধ নির্মানের পাশাপাশি অচিরেই নদী শাসন ব্যবস্থা করা হবে।
এসময় তার দাবীর প্রেক্ষিতে নদী ভাঙ্গন পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য মন্ত্রী মহোদয়কে শরণখোলায় ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান।