ছড়া
——————————–
আকরাম হোসেন
লেখক.কবি,ছড়াকার,প্রতিবেদক,
করোনার প্রাদুর্ভাবে
হচ্ছে মানুষ লাশ।
খাটের নিচে করছে কেহ
সয়াবিন তেলের চাষ।
সমাজের মধ্য মনিরা
চুরি করছে ত্রাণ
মিথ্যা অভিনয়ে কাটছে কেহ
ক্ষেতের কাঁচা ধান।
চাউল চুরিতে ডিগ্রী পেলেন
মেম্বার চেয়ারম্যান
গরীবের রক্ত চুষে খেলেন
নেতা ওমুখ খাঁন।
মানবতার মা মরেছে
জানি না কোন কালে
ভদ্রলোকের দেখছি চুরি
দুই হাজার বিশ সালে।
বাংলাদেশে করোনার
হচ্ছে বোধহয় চাষ
বাম্পার ফলন ফলতে পারে
পাচ্ছি আশ্বাস।
সীমিত আক্রমণ ছিল যখন
সচেতন ছিল সবে
মাইকিং প্রচার ছিল তখন
সবাই ঘরে রবে।
যে যার মতো চলছে এখন
জানিনা কি হবে
সচেতনতা অবলম্বনে
রক্ষা তুমি পাবে।