রংপুর প্রতিনিধি :
লোহোণী পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাঈদী তার জমানো টিফিনের টাকা দিয়ে এক অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালো।
চার পরিবারের এক হতদরিদ্র পরিবারের কর্তা বাবা।তিনি ঢাকায় রিক্সা চালিয়ে তার পরিবারের জীবিকানির্বাহ করেন। করোনার মহামারী পরিস্থিতিতে তাকে আসতে হয় নিজ গ্রামে, এতে করে তার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবারের সকলি রয়েছে বিপাকে। পরিবারের ছোট সন্তানটি এক বেলার ভাত বেশি খাওয়ায় তাকে ধরে তার বাবা মারধর করেন।এ খবর শুনতে পেয়ে পাশে দাঁড়ালো এই তরুণ কিশোর। দেলোয়ারের সাথে কথা হলে যানা যায়,তার টিফিনের জমানো টাকা দিয়ে সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং সে সকল বৃত্তবান ব্যক্তিদের অনুরোধ জানান নিজ নিজ স্থান থেকে সকল অসচ্ছল, মুমূর্ষু পরিবারের পাশে দাঁড়াতে।