শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে চকরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ১০টি ইউনিয়নের গণশিক্ষা কার্যক্রমের ৮৬জন শিক্ষক-শিক্ষিকার মাঝে মাহে রমযানের ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। সোমবার ১১মে সামাজিক দূরত্ব বজার রেখে মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজের উদ্যোগে ও এনজিও আশার সহযোগিতায় এসব ইফতার সামগ্রি বিতরণ করা হয়। ইফা চকরিয়ার উপজেলা সুপারভাইজার আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ। এসময় এনজিও আশার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইফা চকরিয়ার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।