কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ তুলাবাগানে অভিযান পরিচালনা করে পিকআপ গাড়িতে করে ইয়াবা পাচারকালে ৪২৯০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে।
সোমবার (১১ মে) সকাল ১১ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার -টেকনাফ মহাসড়কের খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান নামক স্থানে কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যান যার নং-ঢাকা-মেট্রো-ন-২০-১৯২৭ গাড়িটি তল্লাশী করে কৌশলে লুকানো ৪২৯০ পিস ইয়াবা উদ্ধার সহ গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীর নাম মিন্টু মিয়া (৩০) সে হবিগঞ্জ সদরের বাসিন্দা।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ জানান,আমরা জানতে পারি যে একজন মাদক পাচারকারী পিকআপ গাড়িতে করে ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।