অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপির পক্ষ থেকে জেলার বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি (রেজি নং২৪৬৪) আওতাধীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের অলংকার আলিফ গলিতে সংগঠনের কার্যালয়ের সামনে দিদারুল আলম এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,শ্রমিক নেতা জুয়েল, স্বপন, বাবর মানিক, নাছিরসহ প্রমূখ।
সাংসদ দিদারুল আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে দেশে ও আমার নির্বাচনী এলাকায় সীতাকুণ্ডে লকডাউন ঘোষণার পর থেকে আমি ও আমার পারিবারিক সেবামূলক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার কর্মহীন অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি৷ যেটা এখনো অব্যাহত আছে। তিনি আরো বলেন,মধ্যবিত্ত পরিবারের কেউ যদি লোক লজ্জার ভয়ে সরকারি ত্রান নিতে অপরাগতা প্রকাশ করে ফেসবুকে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আমাকে যারা ফোন বা এসএমএস করেন তাদেরকে আমি গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এবং তা এখনো অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রাম ৪ আসনের জনগন কোন সমস্যায় থাকলে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের পাশে আছি।