মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেয়ার চেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে মুমিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
প্রধানমন্ত্রীর কারযালয়ের নথি জালিয়াতির ঘটনায় গতকাল শুক্রবার মুমিনসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। এরপর শনিবার মুমিনকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম মঈনুল ইসলাম তিন আসামীরই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জালিয়াতির এ ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ৫ মে একটি মামলা দায়ের করেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়া ব্যক্তির নামের বদলে আরেকজনের নাম দিয়ে সেই নথি রাষ্ট্রপতির কারযালয়ে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আর এ কাজটি করেন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম। টাকার বিনিময়ে ওই ফাইল বের করে দিয়ে তাকে এ কাজে সহায়তা করেন প্রধানমন্ত্রীর কারযালয়ের একজন অফিস সহকারি।
এদিকে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রিয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।