আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি:
সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫জনের মৃত্যুর পর একমাত্র বেঁচে যাওয়া সাইফুল গুরতর অাহত অবস্থায় দীর্ঘ ১মাস ২০দিন চিকিৎসার পর এখন মোটামুটি সুস্থ্ হয়ে উঠেছে। আজ ১১মে রাত ৯টায় লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল থেকে তাকে হাসি মুখে রিলিজ দেয়া হয়েছে। সে এখন মোটামুটি সুস্থ্।
তবে সাইফুল সুস্থ্ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সমাজকর্মী অারমান বাবু রোমেলের। সেদিন তিনি মানবিকভাবে এগিয়ে আসার কারণে অসহায় সাইফুল মৃত্যুর পথ থেকে ফিরতে সক্ষম হয়েছে। যেই মূহুর্তে অজ্ঞান অবস্থায় দেখে কোন হাসপাতালে তাকে রিসিভ পর্যন্ত করেনি ঠিক সেই মূহুর্তে এগিয়ে এসে তাকে যথাযথ চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং মানবিক বিবেচনায় হাসপাতালের চিকিৎসা বাবদ এক টাকাও নেয়নি তিনি।
অাহত সাইফুলের পারিবারিক সুত্রে জানাযায়, দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১মাস চিকিৎসাধীন ছিল সাইফুল, ১মাসেও তার শারীরিক কোন উন্নতি না হওয়ায় গত ২১শে এপ্রিল তাকে মুমূর্ষু অবস্থায় গ্রামে নিয়ে আসা হয়, গ্রামের বাড়ীতে আনার পথে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও কোন হাসপাতাল তাকে রিসিভ করেনি। কোন উপায় না পেয়ে অজ্ঞান অবস্থায় তাকে বাড়ীতে নিয়ে গিয়ে শুয়ে রাখা হয়। ঠিক সে মূহুর্তে খবর পেয়ে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী অারমান বাবু রোমেল গাড়ী পাঠিয়ে হাসপাতালের নিয়ে গিয়ে টানা অক্সিজেন চালিয়ে সাইফুলের জ্ঞান ফিরিয়ে আনেন, সে থেকে তাকে সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা দিয়ে গেছেন। ডাক্তার ও নার্সরা স্বেচ্ছায় টানা ২০দিন চিকিৎসার সেবার পর সাইফুল এখন অনেকটাই সুস্থ্ ।
এমন অবস্থায় স্বেচ্ছায় এগিয়ে এসে সাইফুলকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্ করে তুলার জন্য সমাজকর্মী অারমান বাবু রোমেল এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নার্স, স্টাফ সহ এ পর্যন্ত সাইফুলের চিকিৎসার জন্যে যারা সহযোগীতা করে গেছেন তাদের অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার।
উল্লেখ্য: গত মার্চ মাসের ২১তারিখ রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই গাড়ীর ১৫জনের মৃত্যু হয়েছিল, সেদিন অাল্লাহর অশেষ রহমতে মো. সাইফুল কোনরকম প্রাণে বেঁচে গিয়েছিল।