নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ গাজীপুর মহানগরের কাশিমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব হাসান সরকার শ্যামল বাংলা ডট নেট এর স্টাফ রিপোর্টার মোঃ নুর আলম সিদ্দিকীকে বলেন, আমার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী সীমান্ত আজ সকাল আনুমানিক ১০-৩০ ঘটিকার সময় নিত্য দিনের মতো কর্তব্যপালনে মটরসাইকেল যোগে কাশিমপুর হতে ইপিজেড উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ করে শ্রীপুর মেইন সড়ক সংলগ্ন অজ্ঞাতনামা পথচারী একজন ভদ্রমহিলা মটরসাইকেলের সামনে পড়িলে তাকে বাঁচাতে হার্ডব্রেক করিলে মোটরসাইকেলটি জাম খেয়ে ছিটকে পড়ে যায় যার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী সীমান্ত গুরুতর রূপে আহত হন।
কাশিমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী সীমান্তকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে কাশিমপুর ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আমরা তার সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই ভাইটিকে দ্রুতবেগে সুস্থ করে আমাদের মাঝে পাঠান ‘আমিন।:
অজ্ঞাতনামা মহিলা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন।