মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে
পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে জি,আর এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার(১৩মে)সকাল ১০ টার দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নের সামনে বসে অসহায় ও দুস্থ ৯০০ পরিবারের মাঝে ১০ কেজি করে জি,আর এর চাল বিতরণ করেন ছোটবাইশদিয়া ইউ,পি চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার,রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে কর্মহীন পরিবারের মাঝে জি,আর চাল বিতরণ করেছি।
এ সময় কামরুজ্জামান শিবলী শ্যামল বাংলা কে বলেন, লকডাউনে থাকা অসহায় ও গরীব মানুষের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ট্যাগ অফিসার কামাল হোসেন,ইউপি সদস্য সহ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।