শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌর সদরে রাসবিহারী ধাম মন্দিরের পাশে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি পেঁচা।জানা যায়,বুধবার দুপুরে ওই মন্দিরের পাশের একটি পুকুর পাড়ে বসেছিল এ পেঁচাটি।এটির প্রতিটি পাখার দৈর্ঘ্য দেড় ফুট লম্বা।প্রায় দুই কেজি ওজনের।পেঁচাটি দুইটি পাখা মেলে ধরেন যুবলীগ নেতা জসিম উদ্দিন।স্থানীয় কয়েকজন যুবক পেঁচাটি ধরার পর রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের কাছে নিয়ে যান।তিনি বলেন, এরকম পেঁচা জীবনে কখনো দেখেননি।এই প্রথম দেখছি।পেঁচাটি দেখার পর তিনি ধারণ করেন এটি অসুস্থ।তিনি বিষয়টি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে জানান।সাংসদ বিরল প্রজাতির অসুস্থ পেঁচাটিকে চিকিৎসকের মাধ্যমে সুস্থ করার নির্দেশ দেন।এরপর চিকিৎসক পেঁচাটি চিকিৎসা দিতে নিয়ে যায়।