1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ১৪১ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃকোভিড-১৯ নামের অদৃশ্য ভাইরাসের থাবায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে সবকিছু লকডাউন করে দেয়া হয়েছে। আর এতে করে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটছে খেটেখাওয়া মানুষের। হতদরিদ্রদের পাশাপাশি চরম কষ্টে দিনানিপাত করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।তবে সরকারের সঙ্গে বৈশ্বিক এ দুর্যোগে মানবিকতা ছড়িয়ে দিচ্ছেন ব্যক্তি পর্যায়ের অনেকে। তাদেরই একজন নোয়াখালী জেলার বেগমগন্জ উপজেলার ০৩নং জিরতলী ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই হতদরিদ্র ও কর্মহীনদের জন্য নিজে খাবার নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন তিনি। দুর্যোগের এ সময়ে খাবার পেয়ে মানুষের চোখে-মুখে যে আনন্দের ছাপ দেখতে পান সেটাকেই নিজের আত্মার খোরাক মনে করেন মিলন।খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই নিজ ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে কাজ শুরু করার জন্য পরিষেদের মেম্বারদের ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন রফিকুল ইসলাম মিলন। খাদ্য সহায়তা বিতরণের জন্য গঠন করা হয় ওয়ার্ড ও গ্রামভিত্তিক কমিটি। এরপর কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ সহায়তা বিতরণে মাঠে নামেন ০৩নং জিরতলী ইউনিয়নে মানবিক মানুষ রফিকুল ইসলাম মিলন। সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি চেয়ারম্যানের ও মেম্বারের ব্যক্তিগত অর্থায়নে এখনও চলছে ঈদ উপহার সহায়তা প্রদান করেন ।গত দুই মাসে ০৩নং জিরতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নানা খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। গ্রামে গ্রামে ঘুরে চেয়ারম্যান ও মেম্বার গন নিজে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের ঘরে।তিনি জিরতলী ইউনিয়নের মানুষের কাছে একটা অনুরোদ করেছেন আপনারা ঘরে থাকুন সুস্হ্য থাকুন বেশি বেশি হাত ধোত করুন। আপনাদের জন্য সব সময় আমি আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম