লাভলু শেখ লালমনিরহাট থেকে:
লালমনিরহাটে মাদক ব্যবসায়ী ফারুক কর্তৃক স্ত্রী রেশমী কে মোবাইলে চাজ দেয়াকে কেন্দ্র শ্বাষরোদ্ধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিম নগর ফকির পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক শুক্রবার ভোর রাতে তার মোবাইলে চাজ দেয়া কে কেন্দ্র করে কথা কাটা কাটির এক পর্যায়ে স্ত্রী রেশমী কে শ্বাষরোদ্ধ করে হত্যা করা হয়েছে। এ অভিযোগ রেশমীর স্বজন ও এলাকাবাসীর।তবে এঘটনার পর থেকে ঘাতক ফারুক পলাতক রয়েছে। লালমনিরহাট সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।