নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বরবিল ইউনিয়নের বালাপারা গ্রামে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে গংগাচড়া থানা পুলিশ। ১৬ই মে শনিবার সকালে গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন গংগাচড়া থানা পুলিশ ।
নিহতরা হলেন, হাফিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।
বালাপাড়া গ্রামের লোকজন জানান, শনিবার সকালে খবর পেয়ে হাফিজুলের বাড়ীতে গিয়ে ফাতেমা ও তার মেয়ের গলা় কাটা অবস্থায় মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শুক্রবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকা বাসীর দাবি আত্মহত্যা নাও হতে পারে, তাই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের মার্ধ্যমে তদন্তের দাবী তুলেছেন এলাকার বাসিন্দাদের মর্ধ্যে অনেকে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।