চট্টগ্রাম প্রতিনিধি :
মলিনা কুঠিরের কর্ণধার, সাবেক ফুটবল খেলোয়াড় ও কাস্টম কর্মকর্তা বাবু তুষার কান্তি বড়ুয়ার ব্যক্তিগত উদ্যেগে ১৩০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে নগরির আসকার দিঘির পাড়স্হ রামকৃষ্ণ মিশন লেইনের মলিনা কুঠিরে এলাকায় বসবাসরত পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, পিয়াজ ১ কেজি।
এসম উপস্হিতি ছিলেন সমাজসেবী লাকি বড়ুয়া, সিতারা শামীম, চসিক ১৪,১৫ ও ২১ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী নবুয়াত আরা সিদ্দিকা (রকি), স্মরণ বাবু ও জনি বড়ুয়া প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণকালে সাবেক ফুটবল খেলোয়াড় বাবু তুষার কান্তি বড়ুয়া বলেন, করোনার এ দূর্যোগ মুর্হুতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়ানো দরকার। কে বড় কে ছোট এটা ভাবার কোন অবকাশ নেই। আমাদের পরিচয় আমরা সবাই মানুষ। আর মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা মানবিক কর্মকাণ্ডের এগিয়ে আসি।