লাভলু শেখ লালমনিরহাট থেকে:
রোববার রাত ১২ টা ৪০ মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া অামফান ঝড়ে চলতি মৌসুমের বিশেষ করে পাকা ধান,ভৃট্রা, ঢেড়শ,অাম,কাঠাল,কুমড়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।তবে জেলার কয়েকটি এলাকা থেকে মোবাইল ফোনে ক্ষয় ক্ষতি কথা এপ্রতিবেদকের নিকট জানিয়েছে। তারা জানান,, পাকা ধান ও ভূট্রা প্রবল বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। অপরদিকে অাম ও কাঠাল বাতাসের জোড়ে ছেড়ে ছুটে মাটিতে পড়েছে। কোন কোন জায়গায় বিদ্যুতের তার ছিরে ছুটে গিয়ে সংযোগ বন্ধ রয়েছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে। তা সঠিক জানা যায়নি। এ সংবাদ লেখা পযন্ত ঝড় ও বৃষ্টি চলছিল।