লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
আজ ১৭ মে সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়ে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এর সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর পত্নী এবং সাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চাল, মসুর ডাল, লাচ্চা, চিনি, ছোলা, ময়দা, লবন, সাবান বিতরন করা হচ্ছে।