1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মে বাদ পড়েছে ৪ শতাধীক নাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

রামগড়ে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মে বাদ পড়েছে ৪ শতাধীক নাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৬১ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার রামগড় উপজেলার খসরা তালিকা থেকে বিভিন্ন অনিয়মের কারনে ৪শত ব্যক্তির নাম বাদ পড়েছে।
অনিয়মগুলির মধ্যে জনপ্রতিনিধিদের স্বচ্ছল আত্বীয় স্বজনের নাম আসা, একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় দেয়া, অনেক সম্পদশালীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা, রেশন কার্ড ওএমএস কার্ডধারীদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা, চাকুরিজীবির স্ত্রীর নাম গৃহিনী হিসেবে দেয়া এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে দিনমজুর হিসেবে দেখানো হয়েছিল।
সরকার প্রদত্ত নীতিমাল কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনগড়াভাবে এসব তালিকা করা হয়েছে এরকম অসংখ্য অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। গঠন করা হয় যাচাই বাচাই কমিটি। কমিটির লোকজনের যাচাই বাচাইকালে বেড়িয়ে আসে বিভিন্ন অনিয়ম। আর এসব অনিয়মের কারনে বাদ দেয়া হয় ৪শত ব্যক্তির নাম। রামগড়ের একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী অনিয়মের চিত্র বেড়িয়ে এসেছে রামগড় পৌরসভার প্রদত্ত তালিকা থেকে।
যাচাই বাচাইয়ে জড়িত নাম প্রকাশে অনৈচ্ছুক এক কর্মকর্তা জানান, মাত্র দুদিন সময়ে যাচাই বাচাইয়ে সবকিছু দেখা সম্ভব হয়নি সময় পেয়ে যাচাই বাচাই করা গেলে আরো অসংখ্য নাম তালিকা থেকে বাদ পড়বে।
খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রতিনিধিদের করা তালিকায় অনেক পরিবহন শ্রমিক, ভ্যান চালক, লেবার, স্বামী পরিতক্তা মহিলা, বিধাব মহিলা, দিনমজুরকে অন্তভুক্ত করা হয়নি। অনেকের অভিযোগ সামনে পৌর নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে এধরনের তালিকা করা হয়েছে। সর্বশেষ যাচাই বাচাই শেষে চুড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে ৫হাজার ৮২টি নাম।
উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা বলেন, এ তালিকাটি প্রাথমিক তালিকা। এখানে ক্রুটি বিচ্যুতি ছিল। তালিকায় বেশ অসঙ্গতি ধরা পড়ায় তা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। অনিয়ম ঠেকাতে সরকারি কর্মকর্তাদের দিয়ে যাচাই বাচাই করে সুনিদিষ্ট কারনে ৪শত জনের নাম বাদ দেয়া হয়েছে। বাদ পড়া সংখ্যার বিপরীতে নতুন নাম অন্তভুক্ত করা আপাতত হচ্ছেনা বলেও তিনি জানান। তবে নির্দেশনা পেলে নতুন অন্তভুক্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম