1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় সাম্প্রতিক সীমানা প্রাচীর নিয়ে মারামারির ঘটনার আজ সমঝোতা বৈঠক ও সিদ্ধান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

আনোয়ারায় সাম্প্রতিক সীমানা প্রাচীর নিয়ে মারামারির ঘটনার আজ সমঝোতা বৈঠক ও সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৭৯ বার

আনোয়ারা সংবাদদাতা:
আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ভূমির সীমানা প্রাচীর নিয়ে ঘটে যাওয়া মারামারি নিয়ে, ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে আজ উপজেলা নির্বাহী কর্মকতা শেখ জোবায়ের আহমদ উভয় পক্ষকে নিয়ে এক সমঝোতা বৈঠকের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. হরিপদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর মিত্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনি সিংহসহ উভয় পক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বৈরাগ ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান মো. সোলাইমান ও স্থানীয়দের পক্ষে সুশান সিংহ ও তাদের প্রতিনিধিরা পৃথক পৃথক ভাবে ভূমির মালিকানা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। বৈঠকে উভয়ের দলিল পত্রাদি পর্যালোচনা করে আগামী বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সুশান সিংহ গং এর ভূমি পরিমাপ করে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, বৈরাগ ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের ভুমির মালিকানা বিরোধের জের ধরে মারামারির ঘটনা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে উভয় পক্ষের উপস্থিতিতে প্রশাসনিক সমঝোতা বৈঠকের পর আগামী বৃহস্পতিবার ভূমির পরিমাপ করে পক্ষদ্বয়কে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে সমঝোতা বৈঠক শেষে জেলা, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর বলেন, মারামারির ঘটনাটি কোনো সাম্প্রাদায়িক ঘটনা নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম