পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকরা ৪ ঘন্টা রাস্তায় ব্যারিকেট দিয়ে বিক্ষোভ করেছেন । পটিয়া উপজেলার শ্রীমাই এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকদের এই বিক্ষোভ হয়। বিজিএমইএ ও শ্রম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা কম দেওয়ার অভিযোগে শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শ্রীমাই এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকদের এই বিক্ষোভ হয়। রাস্তা ব্যারিকেট দেওয়ার কারণে মহা সড়কে ছোট যানবাহন চলাচলও বন্ধ ছিল। পরে শিল্প পুলিশের একটি টিম বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সাইল মিলের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের এক সমঝোতা বৈঠক হয়।
আগের দিন রবিবার রাতে ‘বিকাশের’ মাধ্যমে শ্রমিকদের টাকা প্রদান করা হয়। পরে পটিয়া থানা পুলিশের উপস্থিতে শ্রমিকেরা ব্যারিকেট তুলে নেয়।
পটিয়া আরেফিন টেক্সাইল মিলের ব্যবস্থাপক পলাশ নাথ জানিয়েছেন, কিছু কিছু শ্রমিক না বুঝে আন্দোলন করেছেন। পরবর্তীতে তারা বৈঠকের মাধ্যমে বুঝতে পেরে আন্দোলন থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার থেকে শ্রমিকরা কাজে যোগদান করবেন।
তবে ‘বিকাশ’র মাধ্যমে যেসব শ্রমিকদের টাকা পাঠানো হয়েছে এতে যদি কোন শ্রমিক বেতন কম পেয়ে থাকেন তাদেরকে পুনরায় পরিশোধ করা হবে। পটিয়ায় বেতন ভাতার পরিশোধের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করার বিষয়টি স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন।