অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও সেনাবাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বাজার দর নিয়ন্ত্রণে আজ সীতাকুণ্ড এলাকায় অভিযান চালানো হয়।
সোমবার ১৮ মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের র্নিবাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী।
উপজেলার পৌরসভা, কলেজ রোড, বড় দারোগার হাট, ছোট দারোগার হাট এলাকায় অভিযানকালে ৭টি মামলায় সাড়ে এগারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দানকারী নির্বাহি ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী জানান, এতদিন আমরা নগরীতে অভিযান চালিয়েছি। আজ সীতাকুণ্ডে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধ, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দোকানে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে সীতাকুণ্ড পৌরসভার প্রীতি এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা ও সাধন স্টোরকে আড়াই হাজার টাকা এবং বড় দারোগার হাট বাজারের আমির স্টোরকে তিন হাজার টাকা, জামাল স্টোরকে পাঁচশত টাকা ও এক ফল বিক্রেতাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া শারীরিক দূরত্ব না মেনে ব্যবসা পরিচালনার দায়ে সীতাকুণ্ড পৌরসভা এলাকার আল আমিন ফার্মেসিকে এক হাজার টাকা ও এক মোটরবাইক চালককে অকারনে ঘুরাঘুরি করার দায়ে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।