চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে করোনা প্রাদুর্ভাবে অসহায়, গৃহবন্ধী ও করোনা মহামারিতে সমস্যাগ্রস্থ দলীয় নেতা কর্মীদের মৈত্রী সহযোগিতায় ঈদ উপহার বিতরন করা হয়েছে। ঈদ উপহার বিতরনের উদ্বোধন করেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার।
এসময় উত্তরজেলা যুবদলের যুগ্ন সম্পাদক সরোয়ার মফিজ, সাবেক দৌলতপুর ইউপি চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, এরশাদ উল্লাহ চৌধুরী, শওকত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা মাওলানা নুরুল আলম নুরু, জামাল উদ্দীন, নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা শামশুল আলম, মজাহারুল আমিন রাজন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইব্রাহীম, পৌরসভা যুবদল নেতা আনোয়ার হোসেন, ওমর ফারুখ, এনাম, ফটিকছড়ি পৌরসভা যুবদল নেতা ইসমাইল হোসেন রানা, সাইফুল হায়দার মোঃ রাশেল, ইঞ্জিনিয়ার মুন্না, হাসানুল করিম সুমন, মামুন ও মোঃ ইব্রাহীম উপস্থিত ছিলেন।