সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহতে করোনা আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করেছে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পুলিশ।
১৮ মে সোমবার ৩০ বছর বয়সী ওই যুবকের নমুনা টেস্ট করা হলে ফলাফল পজেটিভ আসে। যে কারনে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পুলিশ ওইদিনই রাত ৮ টা’র দিকে বাড়িটি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়।
স্থানীয়রা জানিয়েছে, করোনা আক্রান্ত যুবকের বাড়ী ঈদগাঁহ ইউনিয়নের জাগীর পাড়া গ্রামে। করোনা আক্রান্ত যুবকের নাম মোঃ আলমগীর।
সে ওই গ্রামের মরহুম ইউপি সদস্য ছৈয়দ আলমের ছেলে।
লকডাউন করাকালীন ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁহর ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম এবং এএসআই মহি উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।