1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড উপজেলার পাঁচটি মার্কেটে দোকান খোলায় নিষেধাজ্ঞা; মোট আক্রান্ত ৪০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

সীতাকুণ্ড উপজেলার পাঁচটি মার্কেটে দোকান খোলায় নিষেধাজ্ঞা; মোট আক্রান্ত ৪০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৮৪ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী এর সাথে পাল্লা দিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সীতাকুণ্ড উপজেলায়।
গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মানুষের ভিড় কোনোভাবেই থামানো যাচ্ছে না সীতাকুণ্ডে। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ সীতাকুণ্ড বাজারে ভিড় করছেন।
সীতাকুণ্ড বাজার কমিটি কর্তৃক মার্কেটগুলো বন্ধ ঘোষণা করলেও মানছে না কেউ, অনেকে অভিযোগ করে বলেন, মার্কেটের শাটার বন্ধ করে ভিতরে চলছে রমরমা বাণিজ্য।
এদিকে আজ মঙ্গলবারও সীতাকুণ্ড বাজারে দেখা গেছে প্রচুর নারী-পুরুষের ভিড়। সিএনজি চালিত অটোরিক্সা করে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রামের পথ দিয়ে বাজারে আসছে মানুষ প্রতিনিয়ত। এসব অটো সিএনজিতেও মানা হচ্ছে না দূরত্বের কোনো বালাই। ঘেঁষাঘেঁষি করে কোন কোন সিএনজিতে ৬-৭ জন‌ও দেখা যায়।
এমতাবস্থায় আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, সীতাকুণ্ড উপজেলার পাঁচটি বড় বড় বাজারে আগামী ২০ মে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, কাঁচা বাজার,ওষুধের দোকান, সার, বীজ ও কীটনাশক এর দোকান ছাড়া সকল দোকান বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।
বাজারগুলো হলো, সীতাকুণ্ড পৌর সদরের বিদ্যমান মার্কেট ও মাছের আরৎ, বড় কুমিরা মার্কেট, ভাটিয়ারী ইউনিয়নের সকল মার্কেট, বড় দারোগাহাট মার্কেট ও জোড়ামতল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। আগামী ২০ মে থেকে কার্যকর হওয়া এ নির্দেশ অমান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম